মুহাম্মদ মুনীর হুসাইন খান
ইমাম হাসানের একটি অমিয় বাণী ও হাদীস
اَنَا الضّامِنُ لِمَنْ لَمْ يَهْجُسْ فى قَلْبِهِ اِلاَّ الرِّضا اَنْ يَدْعُوَ اللّهَ فَيُسْتَجابَ لَهُ؛
ইমাম হাসান ( আ ) বলেন :
যে ব্যক্তির অন্তরে কেবল আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত আর কোনো কামনা বাসনার উদয় হয় না ( অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো কামনা বাসনা বিদ্যমান নেই ) আমি তার জন্য নিশ্চয়তা ( যামানৎ ) দিচ্ছি যে মহান আল্লাহ তার প্রার্থনা ( দুআ ) কবুল ও মঞ্জুর ( ইস্তিজাবৎ ) করবেন ।
সূত্র : আল-কাফী , খ : ২ , পৃ : ৬২ , হাদীস নং ১১